সাকিবের রেকর্ড, রেকর্ডের সাকিব

261
সাকিব

আরও একটি অর্জনের দিন, আরও একবার রেকর্ডের বরমাল্য গলায় পরলেন সাকিব। আফগানিস্তানের বিপক্ষে ছাড়িয়ে গেছেন একের পর এক রেকর্ড, গড়েছেন নতুন নতুন মাইলফলক

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে এক ম্যাচে ৫ উইকেট। (বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সেরা বোলিংয়ের কীর্তি ছিল এর আগে শফিউল ইসলামের, ২০১১ বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে ২১ রানে নিয়েছিলেন ৪ উইকেট)। বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ পর্যন্ত সাকিবের ২৯ রানে ৫ উইকেট বিশ্বকাপের সেরা বোলিংও

 প্রথম ক্রিকেটার হিসেবে এক বিশ্বকাপে অন্তত ৪০০ রান ও ১০ উইকেট

যুবরাজ সিংয়ের পর মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের কোনো ম্যাচে ৫০ রান ও ৫ উইকেট নেওয়ার কীর্তি।

প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে অন্তত দুইটি সেঞ্চুরি ও দুইবার চারটি করে উইকেট নেওয়ার গৌরব

বিশ্বকাপের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে অন্তত ১ হাজার রান ও ৩০+ উইকেট

কপিল দেব ও যুবরাজ সিংয়ের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে এক বিশ্বকাপে সেঞ্চুরি ও ৫ উইকেট

বাংলাদেশের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ রান ও সর্বোচ্চ উইকেট

প্রথম স্পিনার হিসেবে এবারের বিশ্বকাপে ৫ উইকেট

ওয়ানডেতে ২১ বার ম্যাচসেরা। ওয়ানডেতে বর্তমান খেলোয়াড়দের মধ্যে সাকিবের চেয়ে বেশি ম্যাচসেরা হয়েছেন কেবল বিরাট কোহলি।

অন্য খবর  জীবনে এত সাংবাদিক দেখেননি রাসেল ডোমিঙ্গো

সাকিব

আপনার মতামত দিন