নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

449

ঢাকার নবাবগঞ্জে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  মো. বিল্লাল মিয়া (২৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার বারুয়াখালী ইউনিয়নের দীর্ঘগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মো. আবজাল মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে বিল্লাল মিয়া বাড়িতে খড়ের মাচা তৈরি করছিলেন। এ সময় ওই স্থানে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়। পরে স্থানীয়রা তাকে নবাবগঞ্জ উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ থানার বারুয়াখালী তদন্ত কেন্দ্রের ডিউটি অফিসার মো. জালাল উদ্দিন বলেন, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি।

আপনার মতামত দিন