মালিকান্দায় অর্পিত সম্পতির দখলকারীদের গ্রেপ্তারঃ পরে মুচলেকায় মুক্ত

639

ঢাকা জেলা দোহার উপজেলার মালিকান্দা শশ্মাননঘাট ও গান্ধীজির অভয়আশ্রম সংলগ্ন এবং দোহার ঢাকা মহাসড়কের সাথে হিন্দুদের ফেলে যাওয়া, বর্তমান সরকারের অর্পিত সম্পতির দখলকারীরা দাবী করে এবং দোকানপাট করে বিভিন্ন ভাবে ব্যবসা বানিজ্য করে আসছে গতকাল ১৬ নভেম্বর বুধবার সকালে আশরাফ (৪০) আলাউদ্দিন (৪৫) উভয় পিতা মৃত জমির উদ্দিন, ছবুর উদ্দিন ওরফ সেলিম (৩৮) পিতা আপ্তার।তাদের পরিবারের ইকবাল গুদা, আজাদ গুদা, দেলোয়ার গুদা, পিতা অঞ্জ্যাত আরো কয়েকজনকে সাথে নিয়ে বিরাট একটি অংশ মাটি কেটে বানকার দিয়ে ভরাট করার ব্যার্থচেষ্টা করে।

স্থানীয় সুত্রে খবর পেয়ে দোহার থানা পুলিশ এস আই নির্মল তার সংঙ্গীয় ফোর্স নিয়ে ঘঠনাস্থল থেকে ৮ জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। সাড়া দিন ধ্যানদরবার করে বিকালে দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম গ্রেফতারকৃতদের ব্যপারে অবগত করান এবং করনীয় জানতে চেয়ে ফোনালাপে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আল-আমীন ধন্যবাদ এবং সাধুবাদ জানিয় পরবর্তি নির্দশের অপেক্ষা করতে বলেন।বিকাল বেলা লেবার নাম করে ৫ জনকে ছেড়ে দেন দোহার থানা পুলিশ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা, কে এম আল-আমীনের নিকট পরবর্তি নির্দেশনাটি কি ছিল জানতে চাইলে তিনি বলেন অপরাধী তাদেরকে মাটি ভরাট করে দেওয়ার জন্য বলা হয়েছে পরবর্তিতে যেন তারা দখলের অপচেষ্টা করে যেন ঐ যায়গায় না আসে এবং মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়ার কথাই বাকি নির্দেশনাটি ছিল।

আপনার মতামত দিন