নবাবগঞ্জে বাইক দূর্ঘটনায় যুবকের মৃত্যু

221
দোহারে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত

নিউজ৩৯ঃ শুক্রবার ঢাকার নবাবগঞ্জে বাইক দূর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। সে নবাবগঞ্জ উপজেলার গালিমপুর ইউনিয়নের গালিমপুর চাঁনহাটি গ্রামের বাহা উদ্দিনের ছেলে আলী হাসান (২৩)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে বাড়ি থেকে মোটরসাইকেলে করে গালিমপুর যাচ্ছিল আলী হাসান। গালিমপুর-জয়পাড়া সড়কে দ্রুতগতিতে চালিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি রিকশাকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেন। এ সময় ছিটকে পড়ে গুরুতর আহত হন হাসান।

নবাবগঞ্জের গালিমপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, স্থানীয়রা আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকালে তার মৃত্যু হয়।

আপনার মতামত দিন