দোহারে পদ্মা ড্রেজিং প্রকল্পে ২০১১ কোটি টাকা অনুমোদন

100
দোহারে পদ্মা ড্রেজিং প্রকল্পে ২০১১ কোটি টাকা অনুমোদন

দোহারের বহুল প্রতিক্ষিত ও এই অঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা ড্রেজিং প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ১৭ জানুয়ারি, মঙ্গলবার শেরে-বাংলা নগর এন ই সি ভবনের সভাকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহি কমিটি (একনেক)-এর ২০২২-২৩ অর্থবছরের ৮ম সভায় এই প্রকল্পের অনুমোদন দেয়া হয়। নদী ভাঙ্গন ও অপরিকল্পিত বালু উত্তলনের ফলে দোহার যে পদ্মার হুমকির মুখে ছিল এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সেই হুমকি স্থায়ীভাবে সমাধান হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

দোহার উপজেলা ইউএনও মোবাশ্বের আলম জানান, ঢাকা জেলার দোহার উপজেলার মাঝিরচর থেকে নারিশাবাজার হয়ে মুকসুদপুর পর্যন্ত পদ্মা নদী ড্রেজিং ও বাম তীর সংরক্ষণ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ২০১১ কোটি টাকা। প্রকল্পটি দোহার উপজেলার মাঝিরচর থেকে শাইনপুকুর পর্যন্ত স্থায়ী নদীতীর প্রতিরক্ষা কাজ ১০.৫০ কিঃমিঃ, প্রিকশনারী নদীতীর প্রতিরক্ষা কাজ ধুলশুরা থেকে আওরঙ্গবাদ ও বাহ্রাবাজার থেকে মাঝিরচর পর্যন্ত মোট ১৪.৭০ কিঃমিঃ এবং পদ্মা নদীর ড্রেজিং কাজ ১২.২০ কিঃমিঃ বাস্তবায়িত হবে। ফলে সমগ্র দোহার উপজেলার পদ্মা নদীর তীরবর্তী প্রায় ২৫ কিঃমিঃ এলাকা নদীভাঙ্গন থেকে রক্ষা পাবে। মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও দোহার নবাবগঞ্জের (ঢাকা-০১) মাননীয় সংসদ সদস্য জনাব সালমান ফজলুর রহমান মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় পানি সম্পদ মন্ত্রণালয়ের এই প্রকল্পটি একনেক সভায় অনুমোদন হয়।

আপনার মতামত দিন