নবাবগঞ্জে বসন্ত বরণ ও ভালোবাসা দিবস উদযাপন

171
নবাবগঞ্জ

“মাটির সংস্কৃতি ধরে রাখবো আরা, ছড়িয়ে দিবো সারা বিশে^” এই স্লোগানে ঢাকার নবাবগঞ্জে বসন্ত বরণ উৎসব ও ভালোবাসা দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দোহার নবাবগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাস বটমূলে এ অনুষ্ঠান করা হয়। সাংস্কৃতিক সংগঠন নবাবগঞ্জ ললিত কলা একাডেমি (নাফা) এর আয়োজন করেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন দোহার-নবাবগঞ্জ কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন। নাফা’র সাধারণ সম্পাদক সায়মা রহমান তুলির অনুষ্ঠান সঞ্চালনা করেন। অতিথি হিসাবে ছিলেন- প্রাক্তন অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত, অধ্যাপক আব্দুল মালেক, সাবেক শিক্ষক স্বপন রানী, নাফা’র সভাপতি শফিউর রহমান তোতা প্রমূখ। ছবির ক্যাপশন: বৃহস্পতিবার দুপুরে দোহার নবাবগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে বসন্ত বরণ উৎসব ও ভালোবাসা দিবস উদযাপন করা হয়। এতে নৃত্য পরিবেশন করেন নাফা’র শিল্পীরা।

আপনার মতামত দিন