দোহারে বসন্ত উৎসব

364
দোহারে বসন্ত উৎসব

শীতের আড়ষ্টতা ভেঙে জেগেছে প্রকৃতি। দখিনা বাতাসে ভাসছে পাখিদের গান। হৃদয়ের ব্যাকুলতা নিয়ে এসেছে বসন্ত। কবি নির্মলেন্দু গুণ লিখেছেন, ‘হয়তো ফুটেনি ফুল রবীন্দ্র-সঙ্গীতে যতো আছে, হয়তো গাহেনি পাখি অন্তর উদাস করা সুরে বনের কুসুমগুলি ঘিরে।

আকাশে মেলিয়া আঁখি তবুও ফুটেছে জবা, দুরন্ত শিমুল গাছে গাছে, তার তলে ভালোবেসে বসে আছে বসন্তপথিক।’ পুরো বাংলাই আজ যেন তাই। এতদিন ধরে যার অপেক্ষা, সেই বসন্ত আজ সমাগত। আজ যে পহেলা ফাগুন। ঋতুরাজ বসন্তের প্রথম দিন।

আর এরই ধারাবাহিকতায়  ঢাকার দোহার উপজেলায় পহেলা ফাল্গুন উপলক্ষে শোভাযাত্রা করেছে দোহার উপজেলা প্রশাসন।

বুধবার দুপুরে দোহার উপজেলা প্রাঙ্গন থেকে এই শোভাযাত্রাটি বের হয়ে জয়পাড়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দোহার উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।

সেসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, সহকারী কমিশনার (ভূমি) সালমা খাতুনসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক,  সামাজিক ব্যক্তিবর্গ ও নানা পেশার মানুষ।

দোহারে বসন্ত উৎসব

আপনার মতামত দিন