নবাবগঞ্জে প্রয়াত মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত

392

নবাবগঞ্জ প্রতিনিধি. শনিবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার ওয়াসেক মিলনায়তনে নবাবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার প্রয়াত আব্দুল মজিদের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কমিউনিষ্টপার্টি (সিপিবি) নবাবগঞ্জ উপজেলা কমিটি এর আয়োজন করেন। তিনি সিপিবি’র উপজেলা কমিটির সদস্য ছিলেন। এছাড়াও তিনি ন্যাপ-কমিউনিষ্ট পার্টির বিশেষ গেরিলা বাহিনীর সদস্য ছিলেন বলে স্মরণ সভায় তাঁর কয়েকজন সহযোদ্ধা জানান।

গত ২৮ জানুয়ারি বিকেল ৩টায় নবাবগঞ্জের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিলো ৬৭ বছর। উপজেলা সিপিবি’র সম্পাদক মন্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সিপিবি’র উপজেলা সম্পাদক মোবারক হোসেন ঝন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন- প্রয়াত মুক্তিযোদ্ধার স্ত্রী মনোয়ারা বেগম. মুক্তিযোদ্ধা- আবুল হোসেন মোড়ল, আব্দুল আজিজ, গাজী আব্দুল মান্নান, সাহেব আলী, সিপিবি’র জাতীয় পরিষদের সদস্য কমরেড আবিদ হোসেন, ঢাকা জেলার সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সুকান্ত শফি চৌধুরী, গণসংহতি আন্দোলনের উপজেলা আহ্বায়ক মিজানুর রহমান, মাওলানা মোহাম্মদ আলী প্রমূখ।

আপনার মতামত দিন