নবাবগঞ্জে নদী থেকে বালু উত্তোলনের দায়ে অর্থদন্ড

475

ঢাকার নবাবগঞ্জে ইছামতি নদী থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত ১২ ফেব্রুয়ারি রোববার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ মিথুন মুন্নীর আদালত এ অর্থদণ্ড প্রদান করেন। এ সময় উপজেলা ও থানা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলা সদরের যন্ত্রাইল ব্রিজের মহিলা এতিমখানা সংলগ্ন ইছামতি নদী থেকে অবৈধভাবে মাটি কাটছিলেন একদল শ্রমিক। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় শ্রমিকরা পালানোর চেষ্টা করেন। অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িত থাকায় মাদ্রাসা পরিচালক হাজী লুৎফুল করিমকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

 

আপনার মতামত দিন