নবাবগঞ্জে ডাকাত আটক

211

আসিফ শেখ, নিউজ৩৯.নেট ♦ নবাবগঞ্জ উপজেলায় নাসির (৩২) নামে গুলিবিদ্ধ আহত এক ডাকাততে আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। রবিবার দুপুরে উপজেলা পথেরডাঙা এলাকায় প্রধান সড়কের ব্রীজের নিচ থেকে তাকে আটক করা হয়।

আটককৃত নাসির গোপালগঞ্জ জেলার গঙ্গারামপুর গ্রামের মো. মোস্তফার ছেলে। তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ১২টার দিকে দোহারের উত্তর শিমুলিয়া গ্রামের ব্যবসায়ী আক্তার খালাশী তার ব্যবহৃত প্রাইভেটকার যোগে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। পথেরমধ্যে নবাবগঞ্জ উপজেলার পথের ডাঙা এলাকার প্রধান সড়কে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল অস্ত্রধারী ডাকাত তার গাড়ীর গতিরোধ করে। এসময় আক্তার খালাশী তার লাইচেন্সকৃত বন্দুক দিয়ে ফাঁকা গুলিছোড়ে। সকালে পথচারীরা ঐ এলাকার ব্রীজের নিচে নাসিরকে পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়।

এসময় তার পেটের দিকে আঘাতের চিহ্ন ছিল। পরে পুলিশ তাকে আটক করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

নবাবগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক মো. শামীম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আপনার মতামত দিন