নবাবগঞ্জে দাবিকৃত চাঁদা না দেয়ায় ইট-বালু ব্যবসায়ী শাহিনুর ইসলাম ও তার ৪ স্বজনকে পিটিয়ে আহত করেছে স্থানীয় বখাটেরা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
মঙ্গলবার সকালে উপজেলা শিকারীপাড়া ইউনিয়নের লস্করকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এ বিষয়ে নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছে ওই ব্যবসায়ী।
এলাকাবাসীর ভাষ্যমতে, মঙ্গলবার সকালে স্থানীয় ইট-বালু ব্যবসায়ী শাহিনুর ইসলামের একটি বালুভর্তি ট্রাক বান্দুরা থেকে শিকারীপাড়া যাচ্ছিল। এ সময় স্থানীয় বখাটে জালাল, আলমাছ, সৌরভ, আজাদ, সাদ্দাম, সজীব, আলাউদ্দিন, বাবুসহ ৭-৮ জন লস্করকান্দা গ্রামের হায়াত আলীর বাড়ি কাছে ট্রাকটি থামায়। পরে চালকের কাছে চাঁদা দাবি করলে তিনি মালিক শাহিনুরকে জানান। শাহিনুর ঘটনাস্থলে পৌঁছলে বখাটেরা তাকে এলোপাতাড়ি মারতে থাকে।
খবর পেয়ে শাহিনুরের চাচাতো ভাই শেখ মিজান, দুলাল, শেখ বাবু ও আরিফ এগিয়ে যায়। বখাটেরা এ সময় তাদের ওপরও হামলা চালিয়ে পিটিয়ে আহত করে। এলাকাবাসী এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়।
এ ব্যাপারে নবাবগঞ্জ থানার উপপরিদর্শক মো. মোজাম্মেল জানান, অভিযোগ পেয়েছি সরেজমিন পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।