নবাবগঞ্জে গাঁজা ব্যবসায়ীর কারাদণ্ড

236

আসিফ শেখ, নিউজ৩৯.নেট ♦ নবাবগঞ্জ উপজেলায় ৩ গাজা ব্যবসায়ীর কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। কারাদন্ড প্রাপ্তরা হলেন বক্সনগর গ্রামের মৃত কেরামত আলীর ছেলে পাগলা শফি (৬০), বলমন্তচর গ্রামের সামছুর ছেলে সোহাগ (৩৫) ও গালিমপুর গ্রামের মৃত মঙ্গল সরদারের ছেলে আব্দুল মজিদ ওরফে কানা মজিদ (৩৯) তাদের প্রত্যেকে দুই বছর করে কারান্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম খুরশিদ-উল-আলম এ আদেশ দেন। গাঁজা বেচা-কেনার সঙ্গে জড়িত থাকার অপরাধে তাদের এ সাজা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুল মান্নান ফকির জানান, শুক্রবার রাত ৩টার দিকে গালিমপুর গ্রামের নিজ বাড়ি থেকে গাঁজাসহ আব্দুল মজিদ ওরফে কানা মজিদকে আটক করা হয়।

শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার ছোট বক্সনগর বাঁশতলা এলাকা থেকে গাঁজাসহ শফি ওরফে পাগলা শফি ও সোহাগকে আটক করা হয়। শনিবার সকালে ভ্রাম্যমাণ আদালতে তাদের উপস্থিত করা হলে আদালত তাদের প্রত্যেককে দুই বছর করে সশ্রম কারান্ড প্রদান করে জেলহাজতে পাঠানো নির্দেশ দেন।

আপনার মতামত দিন