দোহার পৌরবাসীর কুকুর আতঙ্কে ১ দিন !!

286

তানজিম/মোরাদঃ বুধবার সারাটা দিন কুকুর আতঙ্কে কাটিয়েছে দোহার পৌরসভার ইউসুফপুর, কাটাখালী, জয়পাড়া, খাড়াকান্দা, লটাখোলা ও থানার মোড়ের জনগণ!! এক পাগলা কুকুর এদিন প্রায় ১৯ জনকে কামড়েছে। এর মধ্য ১৬ জনই ইউসুফপুর, কাটাখালী ও খাড়াকান্দাবাসী। গুরুতর আহত অবস্থায় ১২ জন দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকিরা বিভিন্ন ক্লিনিক সহ বাড়ীতে চিকিৎসাধীন আছে। প্রত্যক্ষদর্শী মোরাদ হোসেন নিউজ৩৯ কে জানান, সকাল ১০টার দিকে কুকুরটি ইউসুফপুরে একটি পাঁচ বছরের শিশুকে কামড় দিলে, জনগণ এটিকে মারতে গেলে কুকুরটি তেড়ে এসে তাৎক্ষনিক ৩ জনকে কামড়ায়। এরপর আতঙ্কিত অবস্থায় কুকুরটি খাড়াকান্দা, থানারমোড় হয়ে লটাখোলা আসে এবং পথিমধ্যে আরও ১২ জনকে কামড়ায়। এরপর বিকালে খাড়াকান্দায় আরও ২ জনকে কামড়ায়। রাত আটটায় কাশেম নামে ইউসুফপুরে একজনকে কামড় দিলে উত্তেজিত ও আতংকিত জনগণ পিটীয়ে কুকুরটিকে মেরে ফেলে। এতে অবসান হয় কুকুর আতঙ্কের। এতে দুপুরের পর দোহার-বানাঘাটা রাস্তায় চলাচল কিছুটা কমে আসে।

 এ ব্যাপারে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নিউজ৩৯ কে বলেন, আমরা সাধারণতঃ প্রাথমিক চিকিৎসা দেই। আমাদের কাছে প্রতিষেধক নেই। ভ্যাক্সিন বাইরে থেকে ৪০০টাকা দিয়ে কিনে ইনজেকশন দিতে হবে। ধারাবাহিকভাবে ৫ টা ভ্যাক্সিন দিলেই রোগী সুস্থ হয়ে যাবে। তবে সরকার কর্ত্রিক নির্ধারিত বাজেট রাখার কথা থাকলেও দোহার পৌরসভা কুকুর নিধনে বিগত ২ বছর কোন বাজেট রাখেনি অথচ এটিকে ‘ক’ তালিকাভুক্ত করেছে। একইসাথে পৌরসভা থেকে বিনামূল্যে ভ্যাক্সিন দেয়ার কথা থাকলেও নিউজ৩৯ কে পৌর-সচিব বলেন, তিনি ব্যাস্ত ; পরে কথা বলবেন। অসুস্থ বিভিন্ন রোগীর আত্মীয় স্বজন বলেন পৌরসভা ও হাসপাতালের অসাধু কর্মকর্তাদের কারণে তাদের জনসেবা হতে  বঞ্চিত হয়ে বাইরে্ থেকে চড়া দামে ভ্যাক্সিন কিনে দিতে হচ্ছে।  

আপনার মতামত দিন