নবাবগঞ্জে গরুর খামারে অগ্নিকাণ্ড খামারি ও তার স্ত্রী দগ্ধ

521

 

ঢাকার নবাবগঞ্জের কলাকোপা ইউনিয়নের খন্দকারহাটি গ্রামে একটি গরুর খামারে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে খামারি নিজাম উদ্দিন ও স্ত্রী এ্যানি বেগম দগ্ধ হয়েছেন। আগুনে পুড়ে মারা গেছে ৪টি গরু। দগ্ধ হয়েছে আরও ৩টি গরু।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত ৯টার দিকে মশা তাড়ানোর ধোঁয়া থেকে খামারে আগুন লাগে। খামারে ছোট-বড় ২১টি বিভিন্ন প্রজাতির গরু ছিল। আগুন দেখে নিজাম উদ্দিন ও তার স্ত্রী খামার থেকে গুরু বের করে আনার চেষ্টা করেন। এতে তারা দগ্ধ হন। আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ততক্ষণে পুরো খামার ভস্মীভূত হয়ে যায়। পুড়ে মারা যায় ৪টি অস্ট্রেলিয়ান গরু। দগ্ধ হয় আরও ৩টি। দগ্ধ নিজাম উদ্দিন ও তার স্ত্রীকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার তাদের দেখতে স্বাস্থ্য কমপ্লেক্সে যান ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন ও ইউএনও শাকিল আহমেদ। তাদের চিকিৎসার জন্য ১৩ হাজার টাকা দেন জেলা প্রশাসক। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ মিথুন মুন্নী, কলাকোপা ইউপি চেয়ারম্যান ইব্রাহীম খলিল, প্রেস ক্লাবের সম্পাদক আজহারুল হক ঘটনাস্থল পরিদর্শদন করেছেন।

আপনার মতামত দিন