দোহারে বিক্রি হয় নকল দুধ

1142

 

ঢাকার দোহারের হাট বাজার গুলোতে হরদম বিক্রি হচ্ছে প্রতারক চক্রের নকল গরুর দুধ। দাম কম পেয়ে চা ষ্টোলের মালিরা অধিক মুনাফার লোভে তা কিনে নিচ্ছে হরদম। দোকানীরা গরুর দুধের চা বলে কাষ্টোমারদের কাছে ৮ থেকে ১০ টাকা এক কাপ চা বিক্রি করছে। এবং কাষ্টোমার ও সারাক্ষন ভীড় লেগে থাকে দুধের চা পান করার জন্য।

সরেজমিনে দেখা যায়, ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের ডাক বাংলো পদ্মার ঐ পাড়ে চইরা কান্দা এলাকার খালেক কারাইল (৪০), জমির উদ্দিন (৩৫) ও বাশেদ মাঝি (৩০) নামে তিন ব্যাক্তি পদ্মা নদীর পাড়ে দাঁড়িয়ে পাওডার এবং কেমিক্যাল দ্রব্য মিশিয়ে নিজেরা তৈরি করছে গরুর দুধ। পরে দুধ তৈরি হয়ে গেলে পদ্মা নদী পাড় হয়ে নরিশা ঘাটে এসে ইজিবাইকে চড়ে উপজেলার রতন চত্বরে মতির চায়ের দোকানে ২০ কেজি, শফিকের দোকানে ১৫ কেজি ও আলমের দোকানে ১৫ কেজি দুধ দিয়ে টাকা নিয়ে চলে যায় জয়পাড়া বাজারে।

দোকানী মতি,শফি ও আলম জানায়, বাজারে এক কেজি দুধের দাম ৮০ টাকা। আমরা গোয়ালদের কাছ থেকে কিনছি ৪০ টাকা দমে।

অন্য খবর  জয়পাড়া বাজার ব্যবসায়ীদের দেলোয়ার মাঝির ঈদ শুভেচ্ছা

এই ব্যাপারে উপজেলার নির্বাহী কর্মকর্তা কেএম আল আমিন জানায়, জরুরি ভাবে দোহারের প্রতিটি বাজারে দুধ পরিক্ষারজন্য মিশিন বসানো হবে।

আপনার মতামত দিন