নবাবগঞ্জে ইয়াবা ও হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

148
নবাবগঞ্জে ইয়াবা ও হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকার নবাবগঞ্জ উপজেলার দীঘিরপাড় এলাকা থেকে বিপুল পরিমান ইয়াবা ও হেরোইনসহ মো. আজাদ(৪৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। উদ্ধারকৃত ইয়াবা ও হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ২২ লাখ ৯৮ হাজার টাকা।

মঙ্গলবার বিকেলে কেরানীগঞ্জ র‌্যাব-১০ এর অধিনায়ক(পরিচালক) ডিআইজি মাহফুজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আজাদ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে নবাবগঞ্জ ও রাজধানী ঢাকা শহরসহ তার আশেপাশের বিভিন্ন এলাকায় ইয়াবা ও হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে ১২ সেপ্টেম্বর(সোমবার) র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল নবাবগঞ্জের দিঘীরপাড় এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আজাদকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৩ হাজার ১৬০ পিচ ইয়াবা ও ১৩৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২২ লাখ ৯৮ হাজার টাকা। এ ছাড়াও তার নিকট থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আজাদের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত দিন