দোহার পদ্মা সরকারি কলেজ রোভার স্কাউটের তাবুজলসা অনুষ্ঠিত

170
দোহার পদ্মা সরকারি কলেজ রোভার স্কাউটের তাবুজলসা অনুষ্ঠিত

পদ্মা সরকারি কলেজ রোভার স্কাউটের বার্ষিক দীক্ষা ক্যাম্প ও মহা-তাবুজলসা বুধবার রাত সাড়ে ন’টায় অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর এই অনুষ্ঠান কে ঘিরে রোভার স্কাউটের সদস্যদের মধ্যে দেখা দেয় প্রাণ চঞ্চলতা ও নব উদ্যমে কাজ করার গতিশীলতা।

নতুন সদস্যদের দীক্ষা গ্রহণের মাধ্যমে স্কাউট গ্রুপে স্বাগত জানানো হয় প্রবীণদের মধ্যে থেকে তিনজন বিদায় নেন দীর্ঘ দিনের প্রিয় এই সংগঠন থেকে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম একজন স্কাউট ও একজন সাধারণ মানুষের মধ্যে পার্থক্য তুলে ধরেন।

তিনি স্কাউটিং এর গুরুত্ব তুলে ধরে উল্লেখ করেন,স্কাউট মানব সেবায় সদা প্রস্তুত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম।

সার্বিক সমন্বয়কের ভূমিকায় ছিলেন পদ্মা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.জালাল হোসেন। শুভেচ্ছা বক্তব্য পেশ করেন পদ্মা সরকারি কলেজ রোভার স্কাউটের সাধারণ সম্পাদক ক্রীড়া শিক্ষক মোল্লা মো.ইমদাদুল হক চান।

রোভার স্কাউট সদস্যগণ বার্ষিক তাবুবাস উপলক্ষে চারটি দলে বিভক্ত হয়ে অত্র অনুষ্ঠানে মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রোভার স্কাউট লিডার মেধাবী ছাত্র সাকিল আহমেদ। এসময় আরো উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদের উপ-সচিব কাজী নিশাত রসুল,দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এম মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ ট্যাক্সেসবার এসোসিয়েশনের সাবেক সভাপতি পদ্মা কলেজের প্রতিষ্ঠাতা এডভোকেট একেএম আজিজুর রহমান বাবুল,প্রতিষ্ঠাতা এমএ রহিম। খাইরুল ইসলাম দানেস,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোন্নাফ, মুকসুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ হান্নান, ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ, পদ্মা সরকারি কলেজের শিক্ষকবৃন্দসহ সকল রোভার স্কাউট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন