নবাবগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য আটক

246

আসিফ শেখ♦ ঢাকার নবাবগঞ্জের চুড়াইন মুসলেমহাটি গ্রামে গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম সদস্য শামীম ও নয়নসহ ৩ জনকে  আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে রামদা, চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
শনিবার রাত আড়াইটার দিকে উপজেলার মুসলেমহাটি গ্রামের আবদুল মাজেদের পরিত্যক্ত বাড়িতে বসে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় গোপন সংবাদ পেয়ে পুলিশ তাদের আটক করে। এ গ্রুপের আরো ৮/১০ জন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। আটককৃতরা হলো- আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম সদস্য মুসলেমহাটি এলাকার আ. সামাদের ছেলে শামীম, গালিমপুর এলাকার মো. মিজান শেখের ছেলে নয়ন শেখ এবং গোবিন্দপুর এলাকার আঃ বাতেন মিয়ার ছেলে খোকন।

আপনার মতামত দিন