নবাবগঞ্জে অগ্নিকাণ্ডে ৪০ লাখ টাকার ক্ষয় ক্ষতি

328

ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়া মোহনপুর এলাকায় শনিবার রাতে ভয়াবহ অগ্নিকান্ডে মজিবর রহমান (দামু) মিয়ার বাড়ির বসত ঘরে আগুন লেগে ২টি ঘর ভস্মীভূত হয়েছে। এতে ৪০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাত পৌনে ৯ টার দিকে উপজেলার আগলা ইউনিয়নের ছাতিয়া মোহনপুর গ্রামের মজিবর রহমান (দামু) মিয়ার বাড়ির টিনকাঠে নির্মিত ২৫ বন্দের ২টি বসতঘরে আগুল জ্বলছে দেখে স্থানীয় গ্রামবাসী প্রাণান্তরকর চেষ্টা চালিয়ে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তারা আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও ততক্ষণে ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

বাড়ির মালিকের ছেলে মাহবুব ও তৈমুর বলেন, আসবাবপত্র, কাপড়-চোপড়, স্বর্ণালংকারঘরে রক্ষিত ঢাকার পূর্ব গোড়ানের বাড়ির দলিল ও আগলা মৌজার বাড়ির মূল দলিল পুড়ে গেছে। কিছুই বের করা সম্ভব হয়নি। এতে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনিদাবি করেন।

আগলা ইউপি চেয়ারম্যান আবেদ হোসেন বলেন, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় পুড়ে গেছে প্রায় ২টি বসতঘর। স্থানীয়দের দীর্ঘক্ষন চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

অন্য খবর  দোহারে সেবকলীগের কর্মীসভা: আহ্বায়ক অভিজ্ঞ বাশার চোকদার ও যুগ্ম আহ্বায়ক নবাগত সাদ্দাম

পরে কেরানীগঞ্জ থেকে দমকল বাহিনীর ১টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আনেন। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে কেরানীগঞ্জ দমকল বাহিনীর সাব অফিসার দীনেশ চন্দ্র বৈরাগী জানায়।

আপনার মতামত দিন