ঢাকার নবাবগঞ্জ উপজেলার সন্তান মোহাম্মদ সালাহউদ্দিনকে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। তার দাদার বাড়ি নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়নে। আর, বাবার বাড়ি শোল্লা ইউনিয়নে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাঈফ মো. জুয়েল এ সিদ্ধান্তের অনুমোদন দেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম গত ১৬ নভেম্বর স্বাক্ষরিত প্যাডে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের গতিশীলতা এবং ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে ঢাকা মহানগর উত্তর শাখার সহ-সভাপতি মো: সালাহউদ্দিনকে ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব প্রদান করা হয়েছে ।
মো. সালাহউদ্দিন তেজগাঁও কলেজ ছাত্রদলের এজিএস এবং ১ নং সহ-সভাপতি দায়িত্ব পালন করেন। এছাড়া সর্বশেষ তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের ১ নং সহ-সভাপতি পদে ছিলেন।