নবাবগঞ্জের যন্ত্রাইলে পাঁচ ডাকাতকে গণপিটুনি

388
নবাবগঞ্জের যন্ত্রাইলে পাঁচ ডাকাতকে গণপিটুনি

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের পূর্বাপাড়া গ্রামে ধারালো অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে ধরে গণপিটুনি দিয়ে নবাবগঞ্জ থানায় সোপর্দ করেছে এলাকাবাসী।বুধবার দুপুর ১টায় নবাবগঞ্জ থানা সম্মেলন কক্ষে সংবাদকর্মীদের এ তথ্য অবহিত করে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, গত সোমবার দিবাগত রাত সোয়া ২টার দিকে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল পূর্বপাড়া এলাকার একটি রিকশার গ্যারেজে ডাকাতদের অবস্থান জানতে পারে জনতা। এ সময় স্থানীয় জনতা একত্রিত হয়ে আন্তঃজেলা ডাকাত দলের ঐ পাঁচ সদস্যকে আটক করে গণপিটুনি দেন। এসময় তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়। সকালে তাদের পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থল থেকে আহত ডাকাতদের নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আটক ডাকাত দলের সদস্যরা হলেন- বগুড়া জেলার শেরপুর এলাকার নুর আহমেদ, ফরিদপুর জেলা সদর এলাকার শেখ বাবু, একই জেলার রমজান, নওগা জেলার আব্দুল মালেক ও পাবনা জেলার ফরহাদ।

ওসি সিরাজুল ইসলাম আরও জানান, চিকিৎসা দিয়ে বুধবার দুপুরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত দিন