নবাবগঞ্জের চুড়াইনে ডাকাতি

239

 ঢাকার নবাবগঞ্জ উপজেলার দক্ষিণ চুড়াইন গ্রামে আবুল কাসেম ও মো. ইসমাইলের ভাড়া বাসা থেকে সোমবার দিবাগত রাতে একটি ডাকাতদল ৬৫ হাজার টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

আবুল কাসেম ও মো. ইসমাইল জানান, সোমবার দিবাগত রাত ২টার দিকে ৫/৬ জনের একটি ডাকাতদল দেশিয় অস্ত্র নিয়ে দক্ষিণ চুড়াইন গ্রামের আমেরিকা প্রবাসী মিজানুর রহমানের ভাড়াটিয়া ইসমাইলের ঘরে হানা দেয়। এসময় বসত ঘরের টিনের বেড়া কেটে ভিতরে প্রবেশ করে। ঘরে থাকা আবুল কাসেম ও মো. ইসমাইলকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে।

এসময় তাদের ঘরে থাকা নগদ ৬৫ হাজার টাকা লুটে নিয়ে পালিয়ে যায়। ঐ রাতে প্রবাসীর পরিবারের কেউ বাড়িতে ছিল না বলে স্থানীয়রা জানায়। মঙ্গলবার সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক সোহাগ রানা ডাকাতির ঘটনা অস্বীকার করে বলেন, এটি সিধেল চুরির ঘটনা।

আপনার মতামত দিন