নবকলি বাস: ঢাকা থেকে নবাবগঞ্জ হয়ে বান্দুরা ও ভাড়ার পরিমাণ

1405
নবকলি বাস
নবকলি বাস

নবকলি বাস ঢাকার গুলিস্তান থেকে নবাবগঞ্জ উপজেলার বান্দুরাপর্যন্ত চলাচল করে। শুরুতে সোনাবাজু বেরিবাঁধ পর্যন্ত গেলেও এখন বান্দুরায়ই সীমাব্ধ। নবকলি পরিবহন ২০১৭ সালের জানুয়ারি মাসে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। তখন মিরপুর থেকে সোনাবাজু বেরিবাঁধ পর্যন্ত যাত্রী পরিবহন করত। কিন্তু কিছুদিন পর বন্ধ হয়ে যায় নবকলি বাস। ২০২১ সালে আবার চালু হয়ে গুলিস্তান-বান্দুরা-গুলিস্তানে নিয়মিত যাত্রী পরিবহন করে আসছিল নবকলি। ২০২৩ সালের ১৬ সেপ্টেম্বর থেকে নবকলি আবার সোনাবাজু বেরিবাঁধ থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল।

গুলিস্তানের গোলাপ শাহের মাজারের কিছুটা দক্ষিণ থেকে নবকলির বাস ছাড়ে। ২০২১ সালে বন্ধ হয়ে যাওয়া এন. মল্লিক পরিবহনের স্থানে নবকলির কাউন্টার। 

নির্ধারিত ভাড়া (২০২৫):

সাধারণ যাত্রী :
বান্দুরা টু গুলিস্থান : ১০০ টাকা
মাঝিরকান্দা টু গুলিস্থান : ৯০ টাকা
নবাবগঞ্জ টু গুলিস্থান : ৮০ টাকা
টিকরপুর টু গুলিস্থান : ৭০ টাকা
শিক্ষার্থী :
বান্দুরা টু গুলিস্থান : ৫০ টাকা
নবাবগঞ্জ টু গুলিস্থান : ৪০ টাকা
টিকরপুর টু গুলিস্তান : ৩৫ টাকা
বান্দুরা টু নবাবগঞ্জ : ফ্রি
নবাবগঞ্জ টু টিকরপুর : ফ্রি
ছাত্রদের হাফ ভাড়ায় যেতে হলে অবশ্যই স্টুডেন্ট আইডি কার্ড থাকতে হবে এবং আইডি কার্ডের মেয়াদ থাকতে হবে। আইডি কার্ড অবশ্যই অরজিনাল ফিজিক্যাল দেখাতে হবে, মোবাইলে ছবি বা ফটোকপি গ্রহণযোগ্য নয় ।
১ম থেকে ৭ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা অবশ্যই পরিবারের সাথে ভ্রমণ করবে এবং উক্ত (শিক্ষার্থী হাফ ভাড়া) নিয়মের মধ্যে তারা থাকবে না।

 

অন্য খবর  দোহার-নবাবগঞ্জকে শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা

দূরত্ব:

গুলিস্তান-বান্দুরা: ৪২ কি.মি.

গুলিস্তান-মাঝিরকান্দা: ৪০ কি.মি.

গুলিস্তান-নবাবগঞ্জ: ৩৬ কি.মি.

গুলিস্তান-টিকরপুর: ২৮ কি.মি.

গুগল মানচিত্রে দেখুন নবকলি বাস-এর যাত্রাপথ:

গুলিস্তানের একই যায়গা থেকে বিআরটিসি’র দোতলা বাস অনিয়মিতভাবে ঢাকা-বান্দুরা-ঢাকা রুটে চলাচল করে।

আপনার মতামত দিন