দোহার বিএনপিতে কামরুল হুদার সক্রিয়তা

495

দোহার উপজেলা বিএনপির ঈদ পূর্নমিলনী অনুষ্ঠান গত মঙ্গলবার কার্তিকপুরের সাইদ মেম্বারের বাসায় বিকাল চারটার সময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দোহার উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি কামরুল হুদা। অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন দোহার উপজেলা বিএনপির সভাপতি আলমগীর ব্যাপারী।

প্রধান অতিথির বক্তৃতায় কামরুল হুদা দোহার উপজেলা বিএনপির বর্তমান অবস্থা সম্পর্কে বলেন, “বর্তমান দোহার উপজেলা বিএনপির অবস্থা খুবই ভঙ্গুর। আমি এসেছি দোহার উপজেলা বিএনপিকে শক্তিশালী করতে। আমি এখন দোহার উপজেলা বিএনপিকে শক্তিশালী করার দায়িত্ব নিজ কাধে তুলে নিলাম।”

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে দোহার উপজেলা বিএনপির সভাপতি আলমগীর ব্যাপারী বলেন, “দেশনেত্রী খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে আমরা সবাই এক সাথে কাজ করবো এবং দোহার উপজেলাকে বিএনপির শক্তিশালী ঘাটিতে পরিনত করবো।”

এই ঈদ পূর্নমিলনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহেদ মেম্বার, দোহার উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম ভুলু, জাসাসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক খালেকুজ্জামান জুয়েল, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান বানী, দোহার উপজেলা যুবদলের সভাপতি উমায়ুল ইসলাম খালেক, দোহার উপজেলা যুবদলের সাধারন সম্পাদক মিরাজ খালাসী, দোহার উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক লুৎফর রহমান রতন, যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান বিদুৎ, যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান খান মাখন, দোহার উপজেলা ছাত্রদলের সভাপতি আবুল হাসেম, সাধারন সম্পাদক জিএস সেন্টু ভুইয়া, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হান্নান, দোহার উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান স্বপন, জয়পাড়া কলেজ ছাত্রদলের সভাপতি জহিরুল ইসলাম, সাধারন সম্পাদক সিদ্দুকুর রহমান, দোহার পৌরসভা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাসুদ দেওয়ান, জাতীয়তাবাদী মহিলা দলের আহ্বায়ক রুবিনা আক্তার।

আপনার মতামত দিন