দোহার প্রেসক্লাবের পক্ষ থেকে বান ভাসিদের ত্রান বিতরণ

259

ঢাকার দোহার উপজেলার বন্যাকবলিত নারিশা ইউনিয়ন বাসীর মাঝে প্রেসক্লাবের পক্ষ থেকে শুকনো খাবার,ঔষধ,স্যালাইন,পানি বিশুদ্ধকরন ট্যাবলেট বিতরন করা হচ্ছে। শুক্রবার দুপুরে (২৪ জুলাই) এই ত্রানসামগ্রী বিতরন করা হয়।দোহার প্রেসক্লাবের সহযোগিতায় ও নারিশা ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন দরানীর নেতৃত্বে সাংবাদিক ও দোহার প্রেসক্লাবের সদস্য শেখ জোবায়ের আহম্মেদের অর্থায়নে এই ত্রানসামগ্রী পরিচানলা করা হয়।

সে সময় উপস্থিত ছিলেন ডা.প্রদীপ সরকার,দোহার প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান, সাধারন সম্পাদক মাহবুবুর রহমান টিপু,সাংবাদিক মহিদুল ইসলাম পলাশ,মোস্তফা কুদ্দুস,সফি উদ্দিন,আনোয়ার,পারভেজ,মানিক হোসেন প্রমুখ।

আপনার মতামত দিন