দোহার পৌরসভায় নিয়ন লাইট স্থাপন

353

কামরুজ্জামান/আলমাস, নিউজ ৩৯ ♦ দোহার পৌরসভায় অবশেষে স্থাপন করা হচ্ছে নিয়ন লাইট। দোহার পৌরসভার নয়টি ওর্য়াডে এই লাইটগুলো স্থাপন করা হবে। দোহার পৌরসভায় মোট ৯৫০ টি নিয়ন রাইট স্থাপন করা হবে।

তৃতীয় শ্রেণীর পৌরসভা থেকে মাত্র আট বছরে প্রথম শ্রেনীর পৌরসভায় পরিনত হওয়া দোহার পৌরসভার উন্নয়নের জন্য ইতিমধ্যে ১২০০ টি নিয়ন লাইট স্থাপন করার কাজ চলছে।

প্রাথমিক পর্যায়ে দোহার পৌরসভার নয়টি ওর্য়াডে এই ৯০০টি লাইট ও করম আলীর মোড় থেকে দোহার ফিলিং স্টেশন পর্যন্ত ৫০টি লাইট স্থাপন করা হচ্ছে। আর বাকি ২৫০ লাইট এই লাইট স্থাপন করা নিয়ে দোহার পৌরসভার জনসাধারনের মাঝে দেখা দিয়েছে উৎসাহ।

আপনার মতামত দিন