দোহার পৌরসভার নতুন মেয়রের দায়িত্ব গ্রহণ

111
দোহার পৌরসভার নতুন মেয়রের দায়িত্ব গ্রহণ

দীর্ঘ বাইশ বছর পর ঢাকার দোহার উপজেলার দোহার পৌরসভার নব নির্বাচিত পৌর মেয়র আলমাছ উদ্দিন দায়িত্ব ভার গ্রহণ করেছে এ দায়িত্ব বুঝিয়ে দেন পৌর প্রশাসক আজাদ হোসেন খান।

বৃহস্পতিবার সকাল ১১টায় দোহার পৌরসভার সভাকক্ষে পৌরসভার আয়োজনে অনুষ্ঠানে এ দায়িত্ব হস্তান্তর করা হয়। দায়িত্ব হস্তান্তর করেন পৌর প্রশাসক আজাদ হোসেন খান। সেই সাথে পৌর প্রশাসক আজাদ হোসেন খানকেও বিদায় দেওয়া হয়।

এই সময় সদ্য বিদায়ী দোহার পৌরসভার প্রশাসক আজাদ হোসেন খান বলেন, আমি অল্প সময় এই পৌরসভার দায়িত্ব পালন করেছি। তাই আমি যতটুকু পেরেছি কাজ করেছি।

নব নির্বাচিত মেয়র আলমাস উদ্দিন বলেন, আমাদের এমপি ঢাকা-১ সাংসদ জনাব সালমান এফ রহমানের সহযোগিতায় আমি দোহার পৌরসভাকে আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তোলার জন্য সকলের কাছে দোয়া চাই। তিনি আরো বলেন, আমাকে মেয়র নির্বাচিত করার জন্য পৌরবাসীকে ধন্যবাদ জানাই।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দোহার পৌরসভার ইঞ্জিনিয়ার মশিউর রহমান, পৌর সচিব নারগিস আক্তার, দোহার পৌরসভার কর্মকর্তা ও দোহার পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলরা।

আপনার মতামত দিন