দোহার পৌরসভায় নতুন ভোটার হতে গিয়ে চরম ভোগান্তি

109
দোহার পৌরসভায় নতুন ভোটার হতে গিয়ে চরম ভোগান্তি

শরীফ হাসান : ঢাকার দোহার উপজেলায় নতুন ভোটার হতে এসে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে পৌরবাসীদের। কম্পিউটারসহ ইলেকট্রনিক ডিভাইসের ধীরগতির কারণে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়েছেন অনেকে। একাধিক কক্ষ না থাকায় ভিড়ের মাত্রাও ছিল ব্যাপক।খারাকান্দা এলাকার বাসিন্দা তাজেল হোসেন বলেন, “নয়টি ওয়ার্ডের লোকজন একসঙ্গে ছবি তোলায় আমাদের ভোগান্তি বেড়ে গেছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে।”

নতুন ভোটার আকলিমা আক্তার জানান, “সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু কাজের গতি খুব ধীর। এতে আমাদের সময় এবং কষ্ট দুটোই বেড়ে যাচ্ছে।”

এদিকে, ছবি তোলার কক্ষে জায়গার সংকুলান না হওয়ায় নারী ও পুরুষ ভোটারদের জন্য সমস্যা আরও বেড়েছে বলে জানান তমাল সরকার। তিনি বলেন, “একটি কক্ষে চারটি বুথ থাকায় ভিড় বেড়ে গেছে। যদি আলাদা আলাদা কক্ষ থাকত, তাহলে এতটা সমস্যা হতো না।”এ বিষয়ে ছবি তোলার দায়িত্বে থাকা আশিকুল রহমান জানান, “কম্পিউটার ও ডিভাইসে কিছু সমস্যা দেখা দিয়েছে। মাঝেমধ্যে ঠিক হয়ে যাচ্ছে, আবার সমস্যা দেখা দিচ্ছে। ফলে কাজ করতে সময় বেশি লাগছে।”

অন্য খবর  মৈনটে পদ্মায় ডুবে নিহত বুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার

স্থানীয়দের দাবি, ভোটার নিবন্ধন প্রক্রিয়া দ্রুত ও সহজ করতে কম্পিউটারের সংখ্যা বাড়ানো, ছবি তোলার কক্ষের সংখ্যা বৃদ্ধি এবং প্রক্রিয়াটি আরো প্রযুক্তিবান্ধব করা উচিত। অন্যথায় আগত ভোটারদের ভোগান্তি অব্যাহত থাকবে।

আপনার মতামত দিন