দোহার-নবাবগঞ্জ আসনে আওয়ামীলীগের মনোনয়ন ফরম ক্রয় শুরু

359

নিউজ৩৯ বিশেষ প্রতিবেদক:: দলীয় মনোনয়নপত্র বিতরণের কাজ শুরু করেছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কার্যালয়ে রোববার সকালে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার মনোনয়নপত্র সংগ্রহের মধ্যে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। ইতোমধ্যে দোহার-নবাবগঞ্জ  আসনে আওয়ামীলীগের মনোনয়ন ফরম ক্রয় করেছেন একজন। তিনি হচ্ছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক গ্রন্থনা ও গবেষণা সম্পাদক মো. নূরে-আলম উজ্জ্বল। তিনি দীর্ঘদিন ধানমন্ডীর সংসদ সদস্য ব্যা. ফজলে –নূর-তাপসের ব্যাক্তিগত সহকারী ছিলেন এবং বর্তমানে তার অ্যাসোসিয়েট হিসাবে আইনি পেশায় বাংলাদেশ সুপ্রীম কোর্টে জড়িত আছেন। তিনি দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের মইত পাড়া গ্রামের মৃত কফিল উদ্দীনের সন্তান।

নিউজ৩৯কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তারুণ্যের প্রতিনিধি হিসাবে তিনি মনোনয়নপত্র কিনেছেন। তবে দল যাকে মনোনয়ন দিবে সে সিদ্ধান্তে সবাই ঐক্যমত হবে বলে তিনি জানান।

দোহার-নবাবগঞ্জে যারা সম্ভাব্য মনোনয়ন ফরম কিনবেন তারা হলেন বর্তমান গণপূর্ত প্রতিমন্ত্রী আঃ মান্নান খান, স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্মলেন্দু গুহ, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক পনিরুজ্জামান তরুণ, দোহার উপজেলা চেয়ারম্যান মাহবুবুর রহমান, ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক নাসিরুদ্দীন ঝিলু, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির  সদস্য আঃ বাতেন।
এ ব্যাপারে নিউজ৩৯ কে বাবু নির্মলেন্দু গুহ বলেন, আমি ২/১ দিনের মাঝে মনোনয়নপত্র কিনবো।

অন্য খবর  দোহারে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ৫

উপজেলা চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, আগামী বৃহস্পতিবার তিনি মনোনয়নপত্র কিনবেন।
জনাব পনিরুজ্জামান তরুণ নিউজ৩৯কে জানান, আগে সিনিয়র নেতৃবৃন্দ কিনুক, এরপর আমি কিনবো।
জনাব নাসিরুদ্দীন ঝিলু জানান, এই সপ্তাহেই তিনি কিনবেন।

জনাব আ. বাতেন নিউজ৩৯কে বলেন, দলীয় নেতা-কর্মি-সমর্থকদের সাথে আলাপ করে তিনি সম্ভাব্য দ্রুত সময়ে ফরম কিনবেন।
উল্লেখ্য আওয়ামী লীগের মনোনয়ন বিক্রি প্রকিয়ার প্রথম দিন দলের ৬৭৮ প্রার্থী মনোনয়ন কিনেছেন। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত এই কার্যক্রম চলে। প্রথম দিনে কার্যক্রম শেষে আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি দাস সাংবাদিকদের এ তথ্য জানান।

এই ৬৭৮ জনের মনোনয়ন বিক্রিতে এক কোটি ৬৯ লাখ ৫০ হাজার টাকা জমা হয়েছে বলেও জানান তিনি। প্রতিটি ফরমের মূল্য ২৫ হাজার টাকা।

এর মধ্যে ঢাকা বিভাগে ২১৫, রংপুর থেকে ৮০, রাজশাহী থেকে ৭৫, খুলনা থেকে ৯৫, চট্রগ্রাম থেকে ১০৩, বরিশাল থেকে ৫৮, সিলেট থেকে ৫২টি মনোনয়ন পত্র বিক্র হয়েছে।
মনোনয়নপত্র বিক্রি চলবে আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা এ সময়ের মধ্যে ২৫ হাজার টাকার বিনিময়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। তবে প্রয়োজনে সময় আরো বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

অন্য খবর  সকলকে নিয়ে আমাদের এই দোহারঃ গ্যাডের ইফতারে এম এ রহিম

এর আগে সকালে আওয়ামী লীগের প্রথম মনোনয়নটি ক্রয় করেন দলে সভাপতি শেখ হাসিনা। এটি সংসদীয় আসন-২১৭ এবং গোপালগঞ্জ-৩ আসন।

আপনার মতামত দিন