সোনিয়া গান্ধির অনুদানে দোহার-নবাবগঞ্জে মন্দির ভিত্তিক পাঠদান

269

পরিতোষ ♦ সোনিয়া গান্ধির অনুদানে দোহার নবাবগঞ্জে চলছে মন্দির ভিত্তিক পাঠদান। সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত ৩০ জন ছাত্রের একটি ব্যাচ নির্দিষ্ট মন্দিরে পড়ানো হয়। সারা দেশসহ দোহার নবাবগঞ্জের প্রতিটি ইউনিয়নে প্রধান মন্দির গুলোতে চলছে এই কার্যক্রম। জানা যায়, রাজিব গান্ধী তহবিল থেকে বাংলাদেশ সরকারের সহযোগিতায় হিন্দু কল্যাণ ট্রাস্টের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। একজন হিন্দু ধর্মীয় শিক্ষক ১৮০০ টাকা বেতনে এই পাঠদান করছেন। সাধারণতঃ ৪/৬ বছরের শিশুদের ধর্মীয় এই পাঠদান করা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে দোহার থানা ঋষি বাড়ী মন্দিরে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আপনার মতামত দিন