দোহার-নবাবগঞ্জে পূজামন্ডপগুলোতে সালমান রহমানের আর্থিক সহযোগিতা

112

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে দোহার উপজেলার ৩৭টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেছেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় দোহার উপজেলা পরিষদের সভাকক্ষে সালমান এফ রহমানের পক্ষে প্রত্যেকটি পুজামন্ডপ কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকের হাতে পাঁচ হাজার টাকা তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।

এছাড়া সরকারি তহবিল থেকে পাঁচশত কেজি করে চাল প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা।

এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলী আহসান খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা ইসলাম বিথী, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, উপজেলা যুবলীগের সভাপতি আলমাছ উদ্দিন, দোহার উপজেলা পূজা উদ্যাপন কমিটির সাধারন সম্পাদক রিপন রাজবংশী সহ আরো অনেকে।

আপনার মতামত দিন