দোহার-নবাবগঞ্জের উন্নয়ন প্রকল্পে হাসিনা দৌলার বিরুদ্ধে অভিযোগসমূহ

641

একের পর এক দুর্নীতির অভিযোগে নাজেহাল ঢাকা জেলা প্রশাসক হাসিনা দৌলা। একের পর এক দুর্নীতির মামলার কারণে দোহার-নবাবগঞ্জের অন্যতম আলোচিত-সমালোচিত ব্যক্তি হাসিনা দৌলা। দোহার-নবাবগঞ্জে তদন্ত করে দুদক যে সব উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হয়েছে বলে প্রমান পেয়েছে তা নিউজ৩৯ এর পাঠকদের জন্য প্রকাশ করা হলো।

দোহার-নবাবগঞ্জে  আর্সেনিকমুক্ত নলকূপ স্থাপন প্রকল্প, নবাবগঞ্জ যন্ত্রাইল কবরস্থান প্রকল্প, নবাবগঞ্জ আধুনিক মার্কেট মেরামত প্রকল্প, ঢাকা জেলার বিভিন্ন সংসদীয় এলাকায় ৫০টি কম্পিউটার সরবরাহ, নবাবগঞ্জ মার্কেট নির্মাণ প্রকল্প, দোহার সুতারপাড়া শামসুল হুদার গাজীরচেক মিনা মোল্লার বাড়ি পর্যন্ত উন্নয়ন প্রকল্প, নবাবগঞ্জ উপজেলার আগলা মাঝপাড়া যুব সংঘ উন্নয়ন প্রকল্প, নবাবগঞ্জ উপজেলা চৌকিঘাটা কবরস্থান উন্নয়ন প্রকল্প, নবাবগঞ্জ তুইতাল মেইন রাস্তা থেকে তুইতাল বাজার পর্যন্ত উন্নয়ন প্রকল্প এবং নবাবগঞ্জ নয়নশ্রী ইউ, বাংলাবাজার থেকে ঘোষপাড়া কালীমন্দির হয়ে উত্তর বাহা রাস্তার ইট সলিং প্রকল্প।

আপনার মতামত দিন