দোহার ও নবাবগঞ্জে নির্মিত স্মৃতিসৌধে স্বাধীনতা দিবসেঃ সালমান এফ রহমানের শ্রদ্ধা

305
দোহার ও নবাবগঞ্জে নির্মিত স্মৃতিসৌধে স্বাধীনতা দিবসেঃ সালমান এফ রহমানের শ্রদ্ধা

আজ ২৬ মার্চ, বাংলাদেশের ৪৯ তম মহান স্বাধীনতা দিবস। দিবসটি উপলক্ষে দোহার ও নবাবগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে নির্মিত স্মৃতিসৌধে স্বাধীনতা যুদ্ধে শাহাদাৎ বরণকারী সকল শহিদদের প্রতি সম্মান জানিয়ে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে করেছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা পূর্ণ মন্ত্রী মর্যাদা সালমান এফ রহমান। এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, নবাবগঞ্জ উপজেলার আবদুল বাতেন, পনিরুজ্জামান তরুণ সহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা।

আপনার মতামত দিন