দোহার ও নবাবগঞ্জে চলছে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন

427
দোহার ও নবাবগঞ্জে চলছে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন

স্কুলজীবন থেকেই শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্র চর্চার অভ্যাসসহ সাতটি সুনির্দিষ্ট লড়্গ্য ও মূল্যবোধ অর্জনে সারাদেশের সকল মাধ্যমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের অংশ হিসেবে আজ শনিবার ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ উপজেলার ৩৬টি মাধ্যমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দোহারে ১৬টি ও নবাবগঞ্জের ২০টি মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শিক্ষার্থীরা সরাসরি ভোটাধিকার প্রয়োগ করে তাদের নেতা নির্বাচন করেন। এই নির্বাচনে নির্বাচন কমিশনার, প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং অফিসারসহ শৃঙ্খলা রক্ষার দায়িত্বও ছিল শিক্ষার্থীদের উপর। শিক্ষক, পরিচালনা পর্ষদ এবং অভিভাবকরা শিক্ষার্থীদের সহযোগিতা করেন।

আপনার মতামত দিন