স্থবির দোহার উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড

291

স্থবিরতায় আক্রান্ত হয়েছে দোহার উপজেলার উন্নয়ন। নেই কোন উন্নয়ন পরিকল্পনা, নেই কোন উন্নয়ন কাজ। ফলে দোহার উপজেলা পরিনত হচ্ছে স্থবির একটি উপজেলায়। হচ্ছে না রাস্তাঘাট ও অবকাঠামোগত কোনো উন্নয়ন।

এক সময়ের আধুনিক দোহার এখন ক্রমশই পরিনত হচ্ছে পিছিয়ে পরা জনপদ হিসাবে। প্রচুর বৈদেশিক মুদ্রার প্রেরণকারী প্রবাসী অধ্যুসিত এই দোহার দিনে দিনে পিছিয়ে পরছে সময়ের সাথে সাথে।

দোহার উপজেলা পরিকল্পনা বিভাগের প্রধান হাবিবুর রহমান মিঞা’র কথায় উঠে এসেছে এই উন্নয়ন স্থবিরতার চিত্র। তিনি শোনাতে পারেন নি কোন আশার বানী, অপেক্ষায় আছেন বাজেটের, যদি বাজেটে কিছু আসে।

তিনি নিউজ৩৯.নেট-কে জানান, “দোহারে বর্তমানে কোন উন্নয়ন প্রকল্প নেই, সামনেও আশার সুযোগ কম। এখন তেমন কোন উন্নয়ন মূলক কাজ হচ্ছে না। বাজেটের পর কিছু কাজ আশার কথা। দেখি কি কাজ আসে বাজেটের পর।“

আপনার মতামত দিন