কাল দোহার আসছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত

241

শনিবার দোহার আসছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র করার জন্য জমি দেখতে আড়িয়াল বিল আসছেন তিনি।

আড়িয়াল বিলে বিমানবন্দর করার কথা থাকলেও জনগনের বাধার মুখে এই প্রকল্প প্রত্যাহার করে নিতে বাধ্য হয় সরকার। এই আড়িয়াল বিলেই আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র করার জন্য জমি দেখতে আসছেন অর্থমন্ত্রী। কাল দুপুরে তিনি আড়িয়াল বিল পৌছাবেন বলে জানা গেছে। দোহার উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে তাকে অভ্যার্থনা জানানোর কথা বরেছেন দোহার উপজেলার ছাত্রলীগ নেতা-কর্মীরা। জমি দেখা শেষে তিনি আড়িয়াল বিল থেকেই ঢাকা চলে যাবেন বলে যানা গেছে।

আপনার মতামত দিন