পাঁচ বছর পর জয়পাড়া কলেজে ছাত্রদলের অস্তিত্ব প্রকাশ

310

পাঁচ বছর পর জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজে বাংলাদেশের অন্যতম বৃহত্তম ছাত্র সংগঠন ছাত্রদলের পা পরলো। ডিগ্রি প্রথম বর্ষের নবীনদের শুভেচ্ছা জানিয়ে মিছিল করেছে এই ছাত্রসংগঠন। এর মাধ্যমে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজে নিজেদের অস্তিত্ব জানান দিলো ছাত্র সংগঠনটি। উল্লেখ্য বর্তমান সরকার আসার পর জয়পাড়া বিশ্ববিদ্যায় কলেজে ছাত্রদলের কলেজ শাখার কোন কার্যক্রম দেখা যায় নি।

দোহারের অন্যতম পুরাতন শিক্ষা প্রতিষ্ঠান জয়পাড়া কলেজ দোহার উপজেলা ছাত্র রাজনীতির প্রান কেন্দ্র। এক সময় দোহারের ছাত্র রাজনীতি নিয়ন্ত্রীত হতো এখান থেকে। সবদলের অংশগ্রহনে সরগরম ছিল এই কলেজ প্রাঙ্গন। কিন্তু সময়ের পরিক্রমায় সেই সহবস্থান আজ আর নেই। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারের আমলে এই প্রথম জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজে নিজেদের অবস্থান জানান দিল জয়পাড়া করেজ ছাত্রদল।

ডিগ্রি প্রথম বর্ষের নবীন বরনকে কেন্দ্র করে নবীনদের অভিনন্দন জানিয়ে মিছিল করেছে জয়পাড়া কলেজ ছাত্রদল। এই সময় অর্ধশতাধিক নেতা-কর্মীসহ মিছিলে নেতৃত্ব দেন জয়পাড়া কলেজ ছাত্রদলের সহ-সভাপতি নুর সালাম এবং কলেজ ছাত্রদল নেতা রাসেল, করিম।  

আপনার মতামত দিন