দোহারে ৮ হাজার পরিবারের মাঝে ইঞ্জিনিয়ার মেহবুব কবিরের ত্রাণ বিতরণ

496

দোহার উপজেলায় ৮ হাজার পরিবারের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বিশিষ্ট শিল্পপতি ইঞ্জিনিয়ার মেহবুব কবির।

“সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত সমাজ চাই, শিক্ষিত ও দক্ষ জনবল চাই” এই শ্লোগানকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার বিলাসপুর ইউনিয়নের বন্যাকবলিত ৮ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি।

এ সময় তিনি বলেন, আমি আপনাদের মাঝে অতিতেও ছিলাম এখনো আছি এবং ভবিষতেও থাকবো। আপনাদের যে কোন সমস্যার কথা আমাকে বলবেন আমি সাধ্যমতো তা সমাধানের চেষ্টা করবো।

এ সময় তিনি বিলাসপুর ইউনিয়নের একটি ভাঙ্গা ব্রিজ নিজ অর্থায়নে মেরামতের ঘোষণা দেন। পরে তিনি মাহমুদপুর ইউনিয়নে গিয়ে বৃষ্টিতে ভিজে আরো ৪৫০ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বিলাসপুর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা, মোহাম্মদ আলী প্রমুখ।

আপনার মতামত দিন