দোহারে ২ ডাকাত আটক

222

স্টাফ রিপোর্টার, নিউজ৩৯.নেট ♦ ঢাকার দোহার উপজেলায় মনির হোসেন (২৪) ও শেরআলী (২৫) নামে সন্দেহভাজন ২ ডাকাতকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার দিবাগত রাতে উপজেলার বিলাশপুর ইউনিয়নের রাধানগর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত মনির হোসেন উপজেলার মধুরচর গ্রামের মোতালেব ফকিরের ছেলে ও শেরআলী চর লটাখোলা গ্রামের শেখ জালালের ছেলে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বিলাশপুর ইউনিয়নের রাধানগর এলাকায় এসআই হারুনের নেতৃত্বে একদল পুলিশ টহল দিচ্ছিল। এসময় কিছু দুরে চকের মধ্যে ১০/১২ জন লোক দেখতে পায়। তারা পুলিশের গাড়ি দেখে পালানোর চেষ্টা করলে মনির হোসেন ও শেরআলীকে আটক করে পুলিশ। পরে থানায় এনে জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করে। সকালে তাদের ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়।

দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম মিঞা জানান, ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদ চলছে।

আপনার মতামত দিন