ঢাকার দোহার উপজেলার জয়পাড়া হাটে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। ১১ই আগষ্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলার জয়পাড়া হাটে উপজেলা মৎস্য কর্মকর্তা এবিএম জাকারিয়া অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ করেন।
দোহার উপজেলা মৎস্য অফিসার এবিএম জাকারিয়া জানান, বৃহস্পতিবার দোহার উপজেলার সবচেয়ে বড় হাট বার হওয়ায় জয়পাড়া হাটে বিপুল পরিমাণ কারেন্ট জাল বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামিম আরা নিপা জব্দকৃত জাল পুড়িয়ে ফেলে। জব্দকৃত কারেন্ট জালের বিক্রিয় মূল্য প্রায় ১ লাখ টাকা বলে মৎস্য কর্মকর্তা জানান।
আপনার মতামত দিন