দোহারে সড়ক পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান

723

ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের ঝনকি ও মালিকান্দা গ্রামে বিভিন্ন মসজিদ-মাদ্রাসা, সড়ক, ব্রিজ-কালভার্ট পরিদর্শন করেছেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহবুবুর রহমান।

গতকাল শুক্রবার জুমার নামাজের পর উপজেলার নারিশার ঝনকি ও মালিকান্দা গ্রামের মসজিদ-মাদ্রাসা পরিদর্শন শেষে ফ্রান্সপ্রবাসী ছাত্রলীগ নেতা মোরাদ বেপারীর বাড়িতে সংক্ষিপ্ত পথসভা করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নারিশা ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি সাহাবুদ্দিন সাহু, সাবেক ছাত্রলীগ নেতা কুতুবউদ্দিন খান, সোলেমান সরদার, রিয়াদ আওয়ামী লীগ সভাপতি আবুল বাসার মৃধা, জেদ্দা আওয়ামী লীগ সভাপতি সুরুজ মোল্লা, বখতিয়ার খান লেবু, আবদুল জব্বার ভুইয়া, ফিরোজ মোল্লা, আবদুল আজিজ প্রমুখ।

আপনার মতামত দিন