দোহারে স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

604

দোহার উপজেলায় মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভায় প্রধান অতিথি করা নিয়ে উপজেলা আওয়ামীলীগ ও যুবলীগের দু’গ্রুপের মধ্যে হট্টগোলের সৃষ্টি হয়। গতকাল ৬ ফেব্রুয়ারি সোমবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আল-আমীনের সভাপতিত্বে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভা চলাকালীন সময়ে আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল প্রধান অতিথি হিসেবে ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমানের নাম প্রস্তাব করেন এবং উপজেলা যুবলীগের সভাপতি মো. আলমাছ উদ্দিন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খানের নাম প্রস্তাব করেন। এ নিয়ে দু’পক্ষ পরস্পর বিরোধী বক্তব্য প্রদান করলে উপজেলা পরিষদ সভা কক্ষে হট্টগোলের সৃষ্টি হয়। পরে উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেন হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।এ সময়ে স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভার প্রধান অতিথি দোহার উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেন তার বত্তৃতায় বলেন, সরকারী নীতিমালা অনুস্মরণ করেই স্বাধীনতা দিবসের আমন্ত্রণপত্র প্রকাশ করা হবে। কোন স্বাধীনতা বিরোধী ব্যক্তিকে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের মঞ্চে উঠতে দেয়া হবে না। এর আগে আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে ওই দিন শিশুদের মাঝে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, র‌্যালি বের করা এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রস্তুতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুল হক, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদ পারভেজ, সহকারী কমিশনার(ভূমি) মোজাম্মেল হক রাসেল, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ । আরো উপস্থিত ছিলেন দোহার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার রজ্জব আলী মোল্লা, যুবলীগের সভাপতি মো. আলমাছ উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দ, দোহার প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ।

অন্য খবর  লটাখোলায় ঢাকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্ভোদন

 

 

 

আপনার মতামত দিন