দোহার নবাবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ঢাকা-১ সংসদীয় আসনে জনাব সালমান এফ রহমানকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রদান করায় এক বিশাল আনন্দ মিছিল বের করা হয়। মিছিলে অংশ নেয় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এ আনন্দ মিছিলের নেতৃত্ব প্রদান করেন দোহার উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক নারিশার কৃতি সন্তান আলমগীর হোসেন। মিছিলটি নারিশা পশ্চিমচর বেলতলা থেকে শুরু হয়ে মালিকান্দা কলেজ গেট প্রদক্ষিণ করে পুনরায় বেলতলা এসে শেষ হয়। সেখানে জনাব আলমগীর হোসেন তার বক্তব্যে বলেন, দলমত নির্বিশেষে সকলকে এক হয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। এবং ঢাকা-১ সংসদীয় আসনে জনাব সালমান এফ রহমানকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রদান করায় জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। এ সময় আনন্দ মিছিলে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।
আপনার মতামত দিন