দোহারে শামীমা রাহিম শিলার বই বিতরণ

348

দোহার উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা রাহিম শিলা শুক্রবার দোহারের ৪টি কলেজের মেধাবী কিন্ত দুস্থ শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেছেন। তিনি প্রায় ৩০জন একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে সকল পাঠ্য এসব বই বিতরণ করেন। সরকারি পদ্মা কলেজ, মালিকান্দা ও মেঘুলা কলেজ, বেগম আয়েশা মহিলা কলেজ ও জয়পাড়া কলেজের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কালে তিনি বলেন, শিক্ষা মানুষকে নৈতিকতা, সাহসিকতা, দেশপ্রেম, সততা ও জীবন কিভাবে চলবে তা শেখায়। শিক্ষায় মানুষকে গণতান্ত্রিক ও অধিকার আদায়ে সচেষ্ট করে। তিনি আরো বলেন, এসব একাদশ শ্রেণির শিক্ষার্থীরা অজ্ঞনতার অন্ধকার দূর করে একটি সমৃদ্ধ ও সুখী বাংলাদেশ গড়বে বলে প্রত্যাশা করি।

এসময় তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়ালেখা করতে, মাদক থেকে দূরে থাকতে ও পত্রিকা পড়তে উদবুদ্ধ করেন। এসময় বিভিন্ন স্তরের দলীয় নেতা-কর্মি ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন