দোহারে শামীমা রাহিম শিলার দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

876

দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের ধোইয়ার মদিনাতুল উলম কওমিয়া মাদ্রাসা ও এতিমখানায় দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। দোহার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা রাহিম শিলার উপস্থিতিতে গতকাল ২১ শে ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে রান্না করা খাবার বিতরণ করা হয়। এসময় তিনি বলেন, দুস্থ ও অসহায় মানুষের সেবা করে আত্মতৃপ্তি লাভ করা যায়। তাদের হাঁসিমাখা মুখ দেখলে নিজেকে ধন্য মনে হয়। মানবিক ও সামাজিক কর্মে নিজেকে প্রতিষ্ঠা করতে চাই। তিনি জীবনের শেষ মুর্হুত পর্যন্ত অসহায় মানুষের সেবা করার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন, নয়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান শামিম আহামেদ হান্নান, সামছুল মেম্বার, ইয়ার আলী মেম্বার, সোনামদ্দিন মেম্বার, মাসুদ মেম্বার, ছাত্রনেতা আব্দুল হান্নান, আবুল কাশেম, যুব নেতা মিল্টন মোড়ল, ফয়সাল মোড়ল, ছামছুল, রাসেল মোড়ল, মহিলা নেত্রী রোজিনা আক্তার, ধোইয়ার মদিনাতুল উলুম এতিমখানার মাদ্রাসার মোহতামিম মাওলানা আব্দুল হান্নান প্রমূখ।

আপনার মতামত দিন