দোহারে শামিমা রাহিম মহিলা ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত

259

উপজেলা পরিষদ নির্বাচনে দোহারে উপজেলা নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত তথ্যে বেসরকারী ভাবে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন শামিমা রাহিম, তিনি হাঁস প্রতীক নিয়ে পেয়েছেন ৪১,৮৮৩ ভোট। অন্যান্যদের প্রাপ্ত ভোট:

শামিমা আক্তার বিথী বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে ১৮০৫৭ ভোট

উম্মে সালমা সীমা ১০,০২৪ ভোট

বেগম রাহিমা কলস প্রতীক নিয়ে ৭,৫৭৫ ভোট

পলি বেগম ফুটবল প্রতীক নিয়ে ৪,৭৩৪ ভোট

আপনার মতামত দিন