দোহারে লকডাউনের ১২তম দিনে ২২ জনকে জরিমানা

52

ঢাকার দোহার উপজেলায় ১২তম দিনে সরকারি নিষেধাজ্ঞা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ২২ জনকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণআদালত।
সোমবার (১২ জুলাই) সরকার ঘোষিত কঠোর লকডাউনের ১২তম দিনে সকাল থেকে বিকেল পর্যন্ত দোহার উপজেলা সহকারি কমিশনার( ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলার জয়পাড়া বাজার, থানার মোড়, লটাখোলা, পালামগঞ্জ, মেঘুলা বাজার, ইউসুফপুর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন। সরকারি নিষেধাজ্ঞা অমান্য ও স্বাস্থ্য বিধি অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত ২২ জনকে ২২ টি মামালায় পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। কঠোর লকডাউন বাস্তবায়নে সকাল থেকেই মাঠে কাজ করছেন দোহার উপজেলা প্রশাসন, দোহার থানার পুলিশ সদস্যগণ, সেনাবাহিনী সদস্যগণ, বিজিবি সদস্যগণ এবং উপজেলা আনসার সদস্যগণ।

দোহার উপজেলা সহকারি কমিশনার( ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র সরকার জানান, লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত দিন