সোমবার বিকেলে দোহার উপজেলার দক্ষিণ জয়পাড়া মাঝিপাড়া এলাকায় মেজবাহ ও মাহফুজের বাড়ীতে র্যাবের এডিশনাল এসপি মহিউদ্দিন ফারুকীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা হয়। এসময় মেজবাহর বাড়ীর ছাঁদ সহ বিভিন্ন স্থানে তল্লাশী চালিয়ে ১টি ল্যাপটপ, ৪টি মোবাইল ফোন, ৭টি জেহাদী বই, বেশ কিছু সরকার বিরোধী লিফলেট, ৫টি চাপাতি, ২ টি ছোড়া, ২ টি ধারালো ডেগার ও একটি গ্র্যানডিং মেশিন উদ্ধার করেন।
এর আগে গত ২০ মার্চ র্যাবের সংবাদ সম্মেলনে জানানো হয়, র্যাব রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সারোয়ার-তামিম গ্রুপের দুই ইঞ্জিনিয়ারসহ মোট পাঁচ জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করে। ওই জঙ্গিদের কাছ থেকে বিস্ফোরক ও জিহাদি বই উদ্ধার করা হয়। ওই ঘটনায় বাড্ডা থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করা হয়। সেই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় র্যাব-১০ এর অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকীর নেতৃত্বে একটি দল দোহার মৌড়া এলাকা থেকে মিজবাহ ও তাঁর ভাই মাহফুজকে গ্রেপ্তার করে।