দোহারে যুবলীগের ত্রাণ বিতরণ

96
দোহারে যুবলীগের ত্রাণ বিতরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে ধারাবাহিক কার্যক্রম হিসেবে ঢাকা জেলার দোহার উপজেলায় অসহায় ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে দোহার উপজেলার নারিশা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ঢাকা জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে প্রায় তিন শতাধিক দুস্থদের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ঢাকা জেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সালাউদ্দিন দরানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের স্থায়ী কমিটির সদস্য মো. মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শহিদুল হক চৌধুরী রাসেল।

সে সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, ঢাকা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ মোল্লা, দোহার উপজেলা যুবলীগের সভাপতি আলমাস উদ্দিন, দোহার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দ, সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, পৌরসভা যুবলীগের আহ্বায়ক দেওয়ান মোশারফ হোসেন, সাবেক ছাত্রনেতা সাজ্জাদ হোসেন সুরুজ, আলমগীর হোসেনসহ সাভার, আশুলিয়া, দোহার উপজেলা ও পৌরসভার অন্যান্য নেতা কর্মীরা।

আপনার মতামত দিন