দোহারে যুবলীগের ঈদ পুনর্মিলনী ও কর্মীসভা অনুষ্ঠিত

89
দোহারে যুবলীগের ঈদ পুনর্মিলনী ও কর্মীসভা অনুষ্ঠিত

ঢাকার দোহার উপজেলার ও পৌরসভা আওয়ামী যুবলীগের ঈদ পুনর্মিলনী ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১২ টার দিকে জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ঈদ পুনর্মিলনী ও কর্মীসভা অনুষ্ঠিত হয়। সেই সাথে আগামী ১৫ মে দোহার উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে সফল করার লক্ষ্যে এ সভায় আলোচনা করা হয়।

সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। সে সময় বক্তব্য বক্তারা বলেন আগামী ১৫ মে দোহার উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় দোহার উপজেলা আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হিসেবে নির্বাচিত করার ঘোষণা দেন। এছাড়া “সাধারণ সম্পাদক” নির্বাচনের মাধ্যমে একজন যোগ্য, ত্যাগী, সাংগঠনিক ও মেধাবী ব্যক্তিকে নির্বাচিত করার আহবান জানান। উল্লেখ্য দীর্ঘ ২০ বছর পরে দোহার-নবাবগঞ্জের সাংসদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমানের সহযোগীয় এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার,উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মু. আলমাছ উদ্দিন (ভিপি আলমাছ) এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা মোল্লা মো. বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, সিনিয়র সদস্য লায়ন আব্দুস সালাম চৌধুরী, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক সাজ্জাদ হোসেন সুরুজ, যুগ্ম আহবায়ক মো. দেলোয়ার মাঝি, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক রাহিম কমিশনার, যুগ্ম সম্পাদক আছলাম পারভেজ, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনার কলি পুতুল, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সদস্য জয়নাল আবেদীন প্রমুখ।

অন্য খবর  ৬ জানুয়ারি গ্যাডের মেধাবৃত্তি প্রদান

সভা সঞ্চালনা করেন দোহার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দ ও পৌর যুবলীগের আহবায়ক মোশারফ হোসেন।

আপনার মতামত দিন